প্রেমের দেবতা সম্পদ নিয়ে
এসো বাংলার এই বুকে,
উজাড় করেই ঢেলে দাও সব
একটু না হয় বাঁচি সুখে।
যত নদী আছে বাংলার বুকে
দূষিত হয়েছে মনেপ্রাণে,
শুষে নাও বিষ ভরো প্রেম-বারি
নতুন মনের নির্মাণে।
নাগরিক দোষ মুছে দাও তুমি
প্রেমের রবার নিয়ে হাতে,
মানবিক গুণ ঢেলে দাও হৃদে
সুবাস ছড়াক দিনে রাতে।
নগরায়ণের যত বিষ আছে
শুষে নিয়ে দাও প্রেম ভরে,
ফুসফুসে থাক বিশুদ্ধ প্রেম
বেঁচে থাকা সুখ ঘরে ঘরে।
বিবেকানন্দ রবীন্দ্রনাথ
নদের চাঁদের এই দেশ-
প্লাবিত হোক না তোমার আশিসে
ধুয়ে যাক সব বিদ্বেষ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…