তিলোত্তমার চোখের জলে
এত আগুনের তেজ ছিল-
দোষীদের প্রাণ উঠল কেঁপে ভয়েতে,
কত মিথ্যা, দোষারোপ, কুম্ভীরাশ্রু, অসংলগ্ন কথাবার্তা… ক্যামেরাবন্দি।
এত তেজ ছিল তার অশ্রুজলে
প্রতিবাদ তাই রাস্তায় রাস্তায়
বৃষ্টি-রোদ-সময় উপেক্ষা করে… ফ্রেমবন্দি।
সব জনপদ প্রতিবাদে একসাথে,
প্রতিবাদের ভাষা এক বিচার চাই…
ক্যানভাসে ছবি হল আঁকা।
সব পড়ুয়া নামল পথে
সত্যান্বেষণ ছুটছে রথে-
এদিক সেদিক রাজপথ থেকে গলিপথে।
গতিপ্রকৃতি দেখেই লাগে
কেন্দ্রবিন্দু নেই আর কেন্দ্রে।
সবার গলায় এক ভাষা বিচার চাই,
কারোর আবার ঘোলা জলে মাছ ধরা।
ধরুক-না মাছ ক্ষতি নেই-
শুধু প্রাণহানি রক্তক্ষয় ধর্ষণ যেন না হয়।
অন্তরাত্মা চিৎকার করে- বিচার চাই সত্বর।
তিলোত্তমা পাক সুবিচার।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…