সোনা রোদ্দুর অম্বর থেকে
মূল্যবোধটা একটু এনো,
তার অভাবেই অসার আচার
সারা দিনরাত মারছি ধেনো।
রুপোলি জোছনা চাঁদ থেকে এনো
শিশু কপালের সুশ্রী টিপ-
কপালে পরলে আমার ভেতরে
ঢোকে যেন এক শিশুর চিপ।
ওগো কালো মেঘ এনো ধারাপাত
মুছে যাবে যত কলুষ মনে,
মনের পশুটা ফিরে যাবে জানি
নিজের আবাসে গভীর বনে।
তারারা এবার পাহারায় বোসো
জেগে থাক শুধু প্রহরী আঁখি,
অশুভ শত্রু ঢুকতে না পায়
প্রেম-প্রীতি মনে বাঁধুক রাখি।
তোমরা আমার অনুরোধ রেখো
কালিমা যাক-না অন্য গ্রহে,
এই পৃথিবীতে ফিরে আসি যেন
বারে বারে তার প্রেমের মোহে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…