৯ ই আগস্ট রাতে এক নৃশংস ঘটনা ঘটে এই শহরে,
প্রাণ-রক্ষা-করা হাসপাতালের হাত ধর্ষণ-খুনের রক্তে রাঙা।
তা দেখে সে-রাতে মানবতা-নৈতিকতা চোখে ফেট্টি বেঁধেছিল?
রাতের আঁধার আর বাতাস কি কেঁদেছিল?
জানি কেঁদেছিল সেই নির্যাতিতা,
কেঁদেছিল তার পরিবার।
স্তম্ভিত মহানগরী হারিয়েছিল ভাষা।
জানি সারা শহর নেমেছে পথে
তুমুল ঝড়ের সঙ্গী হতে,
সে-ঝড় এনেছে হরেক স্তরে প্রতিবাদ,
সে-ঝড় বুঝিয়ে দিয়েছে নারীরা কী কী পারে!
সে-ঝড় চিনিয়ে দিয়েছে কার চোখে সত্যিকারের জল, কার চোখে কুম্ভীরাশ্রু-
চিনিয়ে দিয়েছে কারা ঝড়ে ভয় পায়
কারা আছে নির্যাতিতার পাশে,
কারা ঝড়ে পড়া আম কুড়োয়!
আমার প্রার্থনা নির্যাতিতা সুবিচার পাক
মানবতা নৈতিকতা চোখের ফেট্টি খুলুক,
এ-শহর আবার সুন্দর হোক।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…