আকাশে বাতাসে অস্থিরতা
উড়ছে অরাজক প্রহর,
অনুশাসন হারিয়ে গেছে
ফুঁসছে গ্রাম ফুঁসছে শহর।
ছাঁকার পরে মিথ্যে-ময়লা
অবশেষরূপে পড়ে থাকে,
সত্যবাদিতার মিহি দানা
মিশে গেছে নর্দমার পাঁকে।
বংশ বিস্তারে স্বার্থপরতা
আগাছাকে হারিয়ে দিয়েছে,
মনের উঠোনে সমব্যথা
বেদম হয়ে মরে গিয়েছে।
মুখ-মুখোশে যায় না চেনা
সত্য গোপন দারুণ কলা,
ভরসার হাতে মিথ্যা-ধুলো
চোরের মায়ের বড় গলা।
নির্বাসিত মনের বিশ্বাস
ফিরিয়ে এনেই প্রতিবাদ-
খুলতে পারে সত্যের দুর্গ
দিতেই পারে মুক্তির স্বাদ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…