Categorized

পাশে থাকা বন্ধু


বন্ধু দিবস পালন করলে মান্যতা পায় মিত্র,
বন্ধু সফল দেখে বুকের পরশ্রীকাতর চিত্র?

মিত্রতাতে ভালোবাসা যদি কেন বা ঈর্ষা দূষণ?
সভ্যতার মোড়কে বন্ধুত্ব করছে কী অন্বেষণ?

শুদ্ধ বন্ধুত্বের অট্টালিকা গড়তে চাওয়া মানে-
শর্তহীন ভালোবাসা থাকে তারই ভিতের স্থানে।

মজবুত ভিতের ওপর স্থায়ী বিশুদ্ধ মিত্রতা,
দেয়ানেয়া সব স্বার্থহীন থাকে না কোন ক্ষুদ্রতা।

ঈর্ষা নামক ক্ষুদ্রতা ঢুকে কাটে বন্ধুর আশ্লেষ,
তারপরে শুধু পড়ে থাকে পরিচিতি অবশেষ।

প্রকৃত মিত্রতাতে স্বচ্ছতা রয় কাচের মতন,
নেই তবু ভঙ্গুরতা, নয় তা যে অচলায়তন।

যে বা যারা পরশ্রীকাতর আসল বন্ধু নয় গো তারা-
বিপৎকালে হারিয়ে যাবে নিমেষেতে পাড়াছাড়া।

ভিত গড়াও বন্ধু বাছাই হোক-না তাই সযত্নে,
সকল সময় পাশে থাকা বন্ধু আসুক জীবনে।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

4 months ago