নির্মূল করে সবুজ বর্ণ
তোদের দিয়েছি ধরণী,
পরিবেশে শুধু দাঁড়িয়ে রয়েছে
হাজার হাজার অরণী।
যেখানে সেখানে পরিবেশে আজ
হিংসা আঁকছে চিত্র,
শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বনে-
নাইরে মনের মিত্র।
শিক্ষার পায়ে কুড়ুল মেরেছি
হাঁটতে যে তার কষ্ট,
এই মন্থর গতির শিক্ষা
করবে জীবন নষ্ট।
পরিবেশ এত বিষাক্ত আজ
বিষিয়ে দেবেই মনন,
সোজা শিরদাঁড়া উধাও এখন
সৎ সাহসের হনন?
শৈশব তোদের ভবিষ্যৎ নিয়ে
ছিনিমিনি খেলা খেলেছি,
ব্যর্থ প্রদীপে শেষ সলতেটা
আশার তেলেই জ্বেলেছি।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…