পাকা আমটি মিষ্টি লাগে
কাঁচা তেঁতুল টক,
কোকিল কালো কাক ও কালো
সাদা কেন বক?
সবুজ পাতার জবা গাছে
ফোটে পুষ্প লাল,
বর্ণ যেমন হোক না বধূর
লজ্জা রাঙায় গাল।
রাগলে চোখে আগুন ঝরে
দুঃখে নোনা জল,
প্রিয়ার চোখের দিঘি দেখে
পাই না খুঁজে তল।
বাবার স্নেহে হল বড়
তারা যমজ ভাই,
একজন ভাইয়ের অর্থে লিপ্সা
অন্যজনের নাই।
এমনতরো বিচিত্রতায়
এই প্রকৃতির সায়,
সুখ ও দুঃখ চিত্র আঁকে
জীবনখানার গায়।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…