Categorized

সাহস জাহাজ

এত ভয়ের ঠান্ডা এখানে
হাত পা বুঝি তুষার,
সাহস জাহাজ চলবে কি
সেটাই শুধু দেখার!

তুষারে ফাঁসা জাহাজ যেন
হরিণ বাঘের মুখে-
চলার শক্তি হারিয়ে গেছে
মুখটা কাতর দুখে।

কাতর মুখে আনত চোখে
অপেক্ষা কেন কে জানে?
আগুন জ্বালা মনোভাবটা
গেছে বুঝি নির্বাসনে?

সে-মনোভাব আসুক ফিরে
চোখে জ্বালাক অনল,
শিরদাঁড়াটা রাখুক সোজা
সাহসের দাবানল।

দাবানলের আগুন তেজে
বরফ হোক-না পানি,
চলুক জাহাজ সাহসিক
ভয়ের শুরু ফোঁপানি।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

4 months ago