আজ সকালের বৃষ্টিপাতে
ভিজেই গেল মনাঞ্চল,
ভিজেই গেল আবেগগুলো-
কেমন যেন আজ চঞ্চল।
চঞ্চলতার তুলি চলে
তোমার রাখা ছবিতে,
আবছা রেখা স্পষ্ট হলে
তুমি এলে ভঙ্গিতে।
ইতিহাসের পাতায় রাখা
প্রেমের হলুদ পাতাটা
পড়ুক খসে, প্রেম-মানচিত্রে
ওঠে জেগে রাস্তাটা।
চেনা রাস্তা চেনা ভঙ্গি
বুকে আঁকে কাহিনি,
দৃশ্যপটে রঙিন তুমি
মনোলোভা মোহিনী।
ইলশেগুঁড়ি বৃষ্টি ছিল
ছিল একটি আতপত্র,
সিক্ত হল দুটি মাথা
বৃষ্টি যেন প্রেমপত্র।
প্রেমের চিঠি ছিঁড়ে হঠাৎ
কেড়ে নিলে সিংহাসন,
স্মৃতি নামক আসবাবেও
শূন্য আমার আবাসন।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…