হাড় কাঁপানো ঠান্ডা আসে
টাক ফাটানো রোদ ও আসে-
মন ভেজানো বৃষ্টি কই?
কোথায় গেছে সে কোন দেশে?
আমগাছেরা ফল ও ছায়া এখনো দ্যায়
ফুল ও ছায়া বকুল বৃক্ষ এখনো দ্যায়-
বট অশ্বত্থ কোথায় গেল ভাই?
সেই অচিনপুর আছে কোথায়?
ময়ূর নাচার দৃশ্য দেখি বেশি
টুনটুনির ও কিচিরমিচির শুনি বেশি,
পায়রার সংখ্যা বাড়ছে দ্রুত-
চড়ুইরা কি হচ্ছে অবলুপ্ত?
ঘরে ঘরে স্নানের ঘর আজ
স্নানটা সারে সবাই সেথা,
কজন সারে পুকুরে স্নান?
অব্যবহার মজায় পুকুর
মজায় দিঘি বাড়ছে দূষণ
পরিযায়ী পাখিরা কি ক্ষুণ্ণ এখন?
কোথায় পেলাম প্রশ্নগুলো? ঢুকল কানে?
উত্তর শুনব না আর- তুলো কানে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…