ওয়াশিং মেশিনের বাড়ে কদর
উল্কা গতিতে ছুটছে দর,
দেহের মনের জামায় ময়লা
সাফ করবে এটি সত্বর।
এই মেশিনে কাচিয়ে নিলে
সময় বাঁচে বাঁচে না দাগ,
দৈহিক শ্রমের নেই প্রয়োজন
গ্যারান্টি তার একশোভাগ।
বিজ্ঞাপনের কেরামতিতে
দোকানগুলোয় ভিড় বেশ,
ক্লেদমুক্তি আশু প্রয়োজন
প্রয়োজন সাফ অঙ্গ-বেশ।
উপরিভাগের দাগ মেটাতে
সাধারণ মেশিন সক্ষম আজ,
অন্তরে ক্লেদ, সাফা করতে
কোন মেশিন করবে কাজ?
হিল্লিদিল্লি বিদেশবিভুঁই
সেই মেশিনের নেই যে খোঁজ
ক্লেদ-মেঘে আকাশে তাই
চাঁদ-তারা হয়েছে নিখোঁজ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…