Categorized

কাব্য তুমি


একলা থাকি তোমার সাথে
সংগোপনে ঘরের কোণে,
বন্ধ থাকুক ঘরের কপাট
স্বর্গ নামে সন্তর্পণে।

খুনশুটিতে সময় গড়ায়
নততলে গড়ায় দিবস,
ভাঙ্গি গড়ি তোমার দেহ
সৃষ্টির নেশা করে বিবশ।

বউয়ের সঙ্গে হয় না কথা
চা-টিফিনে সময় দেওয়া,
ঝরনা গড়ে কাব্য-নদী
সৃষ্টিসুখের বহে হাওয়া।

শব্দরাজি বড়ই পাজি
দেয় না ধরা অনায়াসে,
উপাদানের বড়ই অভাব
হাতড়ে খুঁজি মনাকাশে।

সারাদিনভর এমন চললে
ব্যথা এসে মারে টোকা,
কাব্য তুমি দাও না ধরা
ব্যর্থ আমি বুড়ো খোকা।

এমন একদিন আসে আবার
সব উপাদান কড়া নাড়ে-
কলম চলে তরতরিয়ে
তোমার দেহের বৃদ্ধি বাড়ে।

তোমার আমার হৃদ্যতাতে
আকাশ ভরে সুখের অলক,
তোমার চোখের সাগর টানে
হাজার জন্ম হই অপলক।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago