তোমার আশ্লেষ উষ্ণ হলে
ছড়াই স্নিগ্ধ উত্তাপ,
ভালোবাসলে আমায় তুমি
দেব লোহিত গোলাপ।
পাথর ভাবলে পাথর বনি
প্রতিক্রিয়া আমি-
প্রতি ধাপে সঠিক ক্রিয়া
আমার কাছে দামি।
যেমন রূপে চাইবে আমায়
তেমন সাজতে পারি,
হরেক স্বাদের জন্যে বানাই
হরেক রকম কারি।
ইতিবাচক ভাবনা কাজে
আমার জেল্লা বাড়ে,
সফলতার মুকুট তোমার
সবার নজর কাড়ে।
উলটো ভাবনা উলটো কাজে
ভরাও যদি ঝোলা,
আমি তখন বন্দুক হাতে
ছুঁড়ি দুঃখের গোলা।
আমি জীবন তোমার কর্মে
গড়ায় আমার চাকা,
সঠিক ক্রিয়াকাণ্ড হলে
দিই না তেমন ধোঁকা।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…