যুদ্ধ চলছে দুদেশে
শান্তি হুইলচেয়ারে,
আমার ভাবনা দোলায় দুলছে।
পূর্ণচন্দ্র দেখে চোখ
খিদেয় জ্বলে উদর,
আমার ভাবনা দোলায় দুলছে।
স্বর্ণপদক ঝোলায় রাখা
দুঃস্থ খেলোয়াড় আর তার পরিবার,
আমার ভাবনা দোলায় দুলছে।
ধর্ষণ-খুন-জখম নিত্যদিনের ঘটনা
চেতনা হুইলচেয়ারে,
আমার ভাবনা দোলায় দুলছে।
শিক্ষা-স্বাস্থ্য-চাকরি বিক্রি
দুর্নীতি বসে সিংহাসনে,
আমার ভাবনা দোলায় দুলছে।
বিবস্ত্র প্রকৃতি কাঁদে
বহুতল আবাসনে এসির হাওয়া,
আমার ভাবনা দোলায় দুলছে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…