গাছের পাতারা আলোকের জালে
খেলে যায় শুধু এমন প্রভাতে,
দূর আকাশের সূর্যটা খুশি
গাছের খুশিও উপচায় তাতে?
খুশির আবেশে বাতাস বাজায়
একতারা থাকা পল্লব ঘরে,
টুনটুনি আর দোয়েল ময়না
কণ্ঠ মেলায় তার সুরে সুরে।
কোত্থেকে এক ফিঙ্গক আসে
তালে তাল রেখে নৃত্য দেখায়,
ঘাসের গালিচা ধন্য হয়েই
নম্র রৌদ্রে স্নান করে যায়।
সহস্রবার জন্মাতে পারি
মেলবন্ধন এমন দেখতে,
প্রেরণা দায়ক চিত্রকল্প
পারিও জীবনে আঁকতে।
সেই ছবিটির শরীর রাঙানো
গলায় গানের স্ফূর্তি-
পারলাম কই রাখতে জীবনে
ফিঙের নাচের কীর্তি?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…