Categorized

দাও-না এনে দুঃসাহস


গতানুগতিক জীবনটা হারিয়েছে গতি,
বৈচিত্র্যহীন পথেই হাঁটা মনটা অস্থিরমতি।
দিচ্ছে বাধা পথের ঘর্ষণ বেহায়া বড়ই,
প্রভাবটা তার কাটাতে চাই কাটাতে চাই।

না কাটালে চোখে পর্দা, যায় না দেখা চাঁদের হাসি-
আবদ্ধ প্রাণ বাঁচাতে ভাঙছি,
ভাঙছি জানালা-শার্সি।

এমন বাধা কাটাতে চাই-
না কাটালে- বহাল যেন টানাগাড়ি টানতে।
সব ঋতু বিরক্তির পাউডার মেখে করছে যে জ্বালাতন,
বসন্ত আজ কোথায় গেল?
আসে না করতে আলাপন।

বাধাটা তাই কাটাতে চাই টানাগাড়ি চাই না টানতে,
দুঃসাহসের বলটা চাই ঘর্ষণের দুহাত ভাঙতে।
তাইতো প্রভু দাও-না এনে দুঃসাহস মনে-
পথের মুখে ঝামা ঘষেই পথের কাঁটা সরাই ।
জীবনটা হোক গতিশীল মজাদার,
হোক সুস্বাদু মালাই।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago