ভোরের আলোয় মনটা
আমার দরজা দিল খুলে,
জামাজুতো ব্যাগটা কাঁধে
যায় যে তারা স্কুলে।
ঘরটা তখন এক তপোবন
শান্তি করে বিরাজ,
হালকা হয়ে ধ্যানে বসে
শান্ত মনের স্বরাজ।
স্কুলটা তাদের দেয় গো পুস্তক
অনেক পড়ে তারা,
দিনের শেষে বাড়ি ফেরে
দেখে পাড়া সারা।
নিত্যদিনের এমন রুটিন
ছাত্রগুলো মানে,
ফিসফিসিয়ে কাব্যকথা
শোনায় তারা কানে।
রাতের বেলা আকাশ যখন
লক্ষ দিয়া জ্বালে,
কাব্যরেণু ভরা কুসুম
ফোটে গাছের ডালে।
কলম তখন লিখে চলে
কাব্য রাতের বেলা,
ডানা মেলা ভাবনারা যায়
আকাশগঙ্গার মেলা।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…