দাও পাঠিয়ে রোদের আগুন সূর্যদেবের হাতে-
শুদ্ধ করার শক্তি থাকুক সেই আগুনের গাতে।
দাও পাঠিয়ে রসাল ফল পরিশুদ্ধ খাদ্য,
পরম শুদ্ধির মুকুট পরে গ্রীষ্ম বাজাক বাদ্য।
বাজনা বাজে শুদ্ধি নাচে অশুদ্ধি যাক ছেড়ে,
মুক্তি পেয়ে শুদ্ধ সত্তা উঠুক হাত-পা ঝেড়ে।
দাও পাঠিয়ে বৃষ্টিধারা ভেজাক পাথর বুকের,
যাক-না গলে কঠিন মনন দিনটা আসুক সুখের।
সবুজ ফসল ফলুক আবার বৃষ্টিধারার কালে,
ইতিবাচক জোয়ার আসুক আবার মনন খালে।
শুচি শুভ্র শরৎ আনুক শুচিতা সব মনে,
আগমনি উঠুক বেজে হৃদয় কোণে কোণে।
উৎসবে সব উঠুক মেতে উৎসাহ থাক কাজে,
নেতিবাচক অসুর হারুক পালাক ভীষণ লাজে।
হেমন্তকাল দাও পাঠিয়ে সোনার ফসল ফলুক,
মনের ঘরে আশার আলো নবান্ন আজ জ্বালুক।
দাও পাঠিয়ে শীতের ঠান্ডা সবজি সবুজ করা-
সতেজতা আঁকুক ছবি দেখুক মনের ধরা।
ঋতুরাজকে দাও পাঠিয়ে মনে বাঁধুক বাসা-
মনের যৌবন থাক চিরকাল জীবনটা হোক খাসা।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…