জীবনিবমা স্বাস্থ্যবিমা ঘরের বিমা
সুরক্ষার দেয়াল গড়েছে চারদিকে-
বিমা কোম্পানিরা এমনই বলে।
চোখগুলো তবু আপদেবিপদে
তাকায় কেন উপরদিকে?
বিমার দেয়াল গজিয়ে উঠেছে
সভ্যতার বেড়েছে বিস্তার,
তবু সুরক্ষা উধাও কেন
কেন ধর্ণায় লক্ষ বেকার?
বাজারে শিক্ষার বেচা-কেনা কেন
স্বাস্থ্য-পরিষেবায় কেন ব্যবসা,
পথে শৈশব ক্ষুধার্ত কেন
কেন প্রাণ মারে এত হিংসা?
বৃদ্ধাশ্রমগুলো ভরে ওঠে কেন
কেন বাকস্বাধীনতার মস্তক নত,
প্রকৃতি মাতা বিবস্ত্র কেন
কেন মানব-চেতনা নির্বাসিত?
মনের দূষণ সীমাহীন কেন
দুর্নীতি কেন সকল স্তরে,
ভীতি ও তার আত্মীয় স্বজন
কেন ঘাঁটি গেড়েছে মনের ঘরে?
আসবে কোন বিমাকোম্পানি
আনবে কোন সে বিমা–
তোমার আমার স্বপ্নের সুরক্ষা দিতে?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…