প্রাণের বান্ধব হয়ে এসো
সময়ের দূত হয়ে এসো না গো-
কেন-না সময় করেছে অচল
হৃদয় নদীর স্রোত।
শুকিয়ে গেছে হৃদয়, চোখ-
কালে কালে তাই হৃদয়ে পাথর,
অক্ষিকোটরে যে পাথরের চোখ।
দেওয়া-নেওয়া বন্ধ আজ তাই হৃদয় অক্ষম,
পাথরের মত কঠিন নির্দয় কাজে দেখাই যত উদ্যম।
যান্ত্রিকতা তাই ছুটছে কেতন হাতে,
সলিলের দেখা নেই আর সমবেদনা-প্রপাতে।
চোখ দৃষ্টি হারিয়েছে কবে
অশ্রুবারি জন্মায় না আজ,
প্রতিবেশীর কষ্ট দেখেও
আমার কপালে পড়ে না ভাঁজ।
ভালোমন্দের বিচার ঘরে কে মেরেছে তালা?
বেঠিক পথের হাতছানি ঝরায় লোভের লালা।
ভালোবাসা আজ পাথর চাপা
দেখেও কাঁদে না চোখ,
এসো বন্ধু এবার এসো বাঁচাও তোমার ভুলোক।
আমায় জড়িয়ে ধরুক-না তোমার উষ্ণ আশ্লেষ-
গলিয়ে দিক তা হৃদয় পাথর
কৃত্রিম দৃষ্টির করুক বিনাশ,
সমব্যথায় হোক সজল চোখ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…