Categorized

শৈবালের ফাঁদ

শৈবালের ফাঁদ পাতা থাকে
চোখ পথভ্রষ্ট পদক্ষেপে,
অসতর্ক অস্থিরতা হোক
ফাঁদ কি তখন হাসি চাপে?

পদস্খলন শব্দ করলে
হাসির ফোয়ারা যাবে খুলে,
শৈবালসম মানুষরাও
লুকিয়ে আছে সমাজ তলে।

তাদের সাথে সখ্যতা মানে
পিছল আঙিনায় পা-রাখা,
অসাবধানি দৃষ্টিভঙ্গিতে
কপাল শরীর ধুলোমাখা।

এমন শৈবাল দেশজুড়ে
রয়েছে আজ সকল স্তরে,
সাফ না করলে প্রতিক্ষণে
বিপদ যে সাথে সাথে ঘোরে।

বিপদের সঙ্গে সহবাস
প্রত্যেক দিনের অভিজ্ঞতা-
ঢাক বাজিয়ে জানায় যেন
বদল আনার অক্ষমতা।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

4 months ago