প্রবাস বাস লাগেই ভালো
যদি তা হয় সাময়িক
কে চায় ঘরে প্রবাসী সুখ,
ঘরে অতিথি আবাসিক?
সেই অতিথি কর্তা কথায়
কাজের বেলা মেহমান,
বাকিরা নিক দায়ের ভার
ভাগের বেলা অসমান।
এমন প্রথা বর্তমানে
কার্যকরী হলে ঘরে,
ঘর যে আর ঘর থাকে না
সদ্ভাবটা দূরে সরে।
ঘনিষ্ঠতা প্রবাসে যায়
খিটিমিটির বড় ফাঁস,
কেউ কাউকে মানে না তাই
অরাজকতা বারোমাস।
কথার মারে আঘাত পেয়ে
সংসারটা শুধু কাঁদে,
দায়িত্বটা কাঁধে নিলেই
ঘরটা নিজ প্রচ্ছদে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…