এতদিন গ্রীষ্মের ক্রোধাগ্নি
পুড়িয়েছিল বাতাস-
পোড়া পোড়া গন্ধ ভরা পরিবেশে
আবাসন উৎকর্ণ ছিল,
শোনেনি কোনো কূজন উচ্ছ্বাস।
সামান্য বৃষ্টি ঝরায়
সমীর-শরীরে জ্বালা উপশম।
উদ্বাস্তু পাখিরা খুঁজে পায়
কারণ খুশি দেখাবার,
আবাসন খোঁজে ছন্দ
দিনের কোলাহলে আবার।
অলিন্দেরa অলস শরীর
উপোষ ভাঙে ঠান্ডা পানীয়ে,
গ্রীষ্মের অরাজকতা শেষ করে
বর্ষা ধীরে আসে কি জানিয়ে?
তবু চাষির অদৃষ্ট কাঁদে
কাঁদে খেতের জমিন
জীবনের রস নেই
কল্পনার, ফসলের মূলে ।
এসো বৃষ্টি – সরস সৃষ্টির বীজ দাও পুঁতে, প্রকৃতির প্রসাধন হোক প্রকৃত ফসলে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…