তোমাকে দিলাম জীবনটা খুলে
সাথে দিলাম চামচ,
মেপে নাও ক’ চামচ আছে শ্রদ্ধা-বিশ্বাস আর উজাড় করা ভালোবাসা।
তোমাকে দিলাম জীবনটা খুলে
সাথে দিলাম একটা হাতা,
মেপে নাও কয়েক হাতা রয়েছে অশ্রদ্ধা
অবিশ্বাস ও ঘৃণা ?
তোমাকে দিলাম সম্পূর্ণ জীবন খুলে
দিলাম এবার একটা বালতি,
মেপে নিয়ে দ্যাখো কয়েক বালতি সততা মিথ্যাচার মানবতা পেলে।
তারপরেই তুমি সিদ্ধান্ত নিয়ো
আমার পৃথিবীতে আসবে কী না
আমায় ভালোবাসবে কী না?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…