বাতাস এখন ধুলোয় ভরা
প্রমাণপত্রে নেই শুদ্ধতা,
চোখ কান মুখ মন
বয়ে বেড়ায় তাই কি তাদের অসুস্থতা?
প্রকৃতিতে ধুলো ঝড়ের
সঙ্গে সবার পরিচিতি-
চোখে-মুখে নাকে-কানে
আনছে ক্ষতির পরিস্থিতি।
এখন আবার টিভির পর্দা
ছিন্ন করা ধুলোর ঝঞ্ঝা-
দর্শক মনটি দেয় বিষিয়ে
বিষ নামাতে ব্যর্থ ওঝা।
মিডিয়ার ওই মুখের ভাষায়
ধুলো ঝড়ের রাগ যায় দেখা,
সংবাদপত্রের পাতা জুড়ে
নেতিবাচক ঝড়ের লেখা।
এমন সকল ধুলো ঝড়ে
মনের চোখটা হারিয়ে যায়,
অসৎ ব্যবসা পায় না দেখতে
প্রতিবাদের ভাষা হারায়।
আসল নকল ফারাক কত
ভুলে গেছে মনের আঁখি,
ছলের মোহ বাঁধছে কষে
দুষ্ট হাতে প্রীতির রাখি।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…