পদ্মপুকুর যাব না আর
দেয় পাহারা সাপেরা আজ,
যতই হাসুক ফোটা পদ্ম
বসে থাকি পাড়ে নিলাজ ।
প্রথম লক্ষ্য মন্ত্র শেখা
সাপগুলোকে বশে আনা,
তাদের ধরে ধরে তখন
ভরব আমার ঝাঁপিখানা।
দেশে দেশে ঘুরে ঘুরে
গুরুর দেখা পেলাম না যে,
ভ্রমণ আমার ব্যর্থ হল
সময় গেল বৃথা কাজে।
আমার ঝাঁপি রইল খালি
পদ্মফুলের বাঁকা হাসি-
বলছে যেন মিছিমিছি
কেন বলো ভালবাসি?
সকল কর্মে কাঁটা থাকে
ভয় দেখানো সাপেরা রয়,
একটু সাহস-ভালোবাসায়
সাপ-কাঁটারা করে যে ভয়।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…