Categorized

মিথ্যা প্রতিশ্রুতি


অঙ্গীকারের অঙ্গবৈকল্য যায় ঢাকা প্রসাধনে?
সম্পর্কের সন্দিগ্ধ জোনাকি আঁধারে সত্যসন্ধানে।
এই সন্ধানে হারিয়ে যায় মনোহর মুহূর্ত-মণিকা,
জোছনা-লোভী জীবনে পড়ে আঁধার রাতের যবনিকা।
মিথ্যা প্রতিশ্রুতি রং ছড়ানো, বানায় সুবর্ণ জাল-
আশ্লেষে আবদ্ধ হয়ে জীবনের কাটে ছন্দ তাল।
ছন্দ মানে কবিতার ছন্দ তাল মানে-
বাজে যে-তাল প্রাণের গানে,
মিথ্যা প্রতিশ্রুতির ওষুধে জীবন বনে ছন্নছাড়া ঘাড়েগর্দানে।
শ্রীহীন জীবন কাব্যহীন, গান-সুর-তাল ছাড়া
কথা রাখার দায়টা নিতে নেইকো মনের সাড়া।
আগামীর অঙ্গীকারে থাক আন্তরিক দায়ের কিংখাব,
সম্পর্কে প্রেম-প্রীতি-স্নেহের হোক-না সওয়ালজবাব।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago