তুমুল জীবন বাঁচব বলেই
ভাসিয়েছিলেম জীবনতরী,
প্রতিকূলতার উদ্দাম স্রোত
হয়েছে বড়ই অনিষ্টকারী।
ঝরনা ধারার প্রবল বেগটা
ঢুকিয়েছিলেম লোহিত শোনিতে,
অশুভ স্রোতের উচ্ছ্বাস বলে-
প্রবেশ করব তোমার খনিতে।
খনির প্রতিটি প্রবেশপথেই
মজবুত বাঁধ তাইতো গড়েছি,
অশুভ শক্তি ফিরে গেছে তাই
দামি আকরিক যত্নে রেখেছি।
তুমুল জীবন কেমন দেখতে
ক্যানভাস তুলি ছবি আঁকে তার,
জল রং ভেবে পাশবিক বল
সলিল ঢেলেছে তাতে বারবার।
তেল রং তাই হয়নি নষ্ট
এখনো লড়াই চলছে তুমুল-
জিতলে বিনাশ আসুরিক ভাব
ফুটবে শরতে সাদা কাশফুল?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…