Categorized

একেকটা পল


একেকটা পল একেকটা ফুল
রূপেগন্ধে তৃপ্তি পাক সকল ইন্দ্রিয়।
সে বলে সুন্দর তুমি বল আহা
আমি বলি আছে এতই বাহার?

একেকটা পল আকাশের নীল
অপলক দৃষ্টি কুড়োক নীলিমা,
নীল মেখে বাঁচি তুমি বল সেও বলে
আমি বলি আছে কই রসদ বাঁচার?

একেকটা পল কচিকাঁচা মুখ
সরল হাসিটা দিক তৃপ্তি সুধা,
সে বলে কী মিষ্টি তুমি বল মধুমাখা
আমি বলি ভালো লাগে না আমার।

একেকটা পল রং কি বদলায়
আমার তোমার তার কাছে?
দৃষ্টিপথ ধরে অনুভূতি বেরোলেই
মুহুর্তের মানে যায় জলদি বদলে।

সুন্দর অনুভূতিতে দৃষ্টিটা গভীর-
উপভোগের মুহূর্ত বানায় জীবন।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago