Categorized

ফুল অকালে পড়ছে ঝরে


আপ্তবাক্য পড়তে শুনতে
নেই আগ্রহ সময় ধৈর্য,
তবে আগ্রহ-জোৎস্না ঝরে পড়ে হোয়াটসঅ্যাপের প্রান্তরে সোশ্যাল মিডিয়ার খরস্রোতা নদীতে।

কানে হেডফোন ব্যস্ততা সবসময়-
নিত্যদিনের বাজার করা থলেটা হাতেই এলে, মেজাজটা হয়ে যায় খাপ্পা
হাজার দোহাইয়ের বৃষ্টিপাত-
তাতে ভিজে বৃদ্ধ বাবা ছুটছে বাজারে আনাজপাতি কিনতে।

দায়িত্ব কতটা ভারী
সে-বুদ্ধি টনটনে, এড়িয়ে চলাই একমাত্র লক্ষ্য। হাজার বাহানা থাকে রেডি।

নিউক্লিয়ার ফ্যামিলির আবহ পেয়ে
বেড়ে ওঠা শৈশব যৌবন হারিয়ে ফেলেছে
দেখার দৃষ্টি শোনার কান অনুভূতির ইন্দ্রিয়।
তাদের অফুরন্ত বুদ্ধি-সাহসের ফুল অকালে পড়ছে ঝরে, দেবতারা তাই অর্ঘ্যই পাচ্ছে না।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago