বন্ধু একটা সকাল দিয়ো
দিয়ো একটা দিন,
দিনের শেষে রাত দিয়ো গো
শ্বাসটা অমলিন।
বন্ধু দিঘল দিঘি দিয়ো
আশায় ভরা থাক,
প্রতিদিনের পুণ্যস্নানে
হতাশা ধুয়ে যাক।
বন্ধু দিয়ো আকাশসম
বুকে ভরা চিৎ,
পাখির মেঘের তারার সাথে
গাইব আমার গীত।
বন্ধু দিয়ো একটা চারা
প্রণয় যারই নাম,
জল দেব তার মূলে মূলে
গড়ব প্রেমের ধাম।
বন্ধু দিয়ো স্বপ্ন দেখা
হাজার স্নিগ্ধ ভোর,
সফলতা নাড়বে কড়া
সজাগ থাকবে দোর।
বন্ধু একটা জীবন দিয়ো
দিয়ো কর্ম দায়,
ক্লান্ত শরীর যেন শেষে
একটু শান্তি পায়।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…