মুক্তোর মালা পরতে
কে না ভালোবাসে?
মুক্তো খুঁজতে তারা কি
সিন্ধু বক্ষ চষে?
ক’টি শুক্তি মেলে ধরে
মুক্তোর সন্ধান?
মোদের সমাজে থাকে
কজন বিদ্বান?
কত তাপ শুক্তি বুকে
মুক্তো সৃষ্টি করে,
জানতে পারে না গলা
যেটি মালা ধরে।
নকল মুক্তোর মালা
কাড়ে কেন মন?
আসল মুক্তোর খোঁজ
করে কত জন?
ডুবুরি শুক্তির খোঁজে
যায় সিন্ধু তলে,
কজনে সলিলে নামে
কজনে বা স্থলে?
ষোলো আনা শখে ভরা
পরি মুক্তো মালা,
ভুলি গেছি কেষ্ট পেতে
প্রাপ্তি কষ্ট জ্বালা।
কষ্ট করে মুক্তো খোঁজা
লোকজন চাই,
গুমোট বাতাস কাঁদে
নাই নাই নাই।
1. Introduction: The Power of Visual Cues in Shaping Player Expectations In the realm of…
Einleitung: Das Phänomen des Jackpots in Glücksspielen Jackpots sind das Herzstück vieler Glücksspiele und ziehen…
1. Einleitung: Die Bedeutung von Symbolik in Kultur und Geschichte Symbole sind seit Jahrtausenden tief…
1. Introduction: Understanding the Concept of Multipliers and Their Significance The idea of multipliers extends…
Muster und Symbole begleiten die Menschheit seit Jahrtausenden und dienen als wichtige Kommunikationsmittel, um Bedeutungen,…
Le esplorazioni sotterranee rappresentano un affascinante connubio tra mistero, storia e tecnologia. Sin dai tempi…