পরের ক্ষতি করলে শুধু
অন্য জনে আঘাত পায়,
ভুল যে তোমার ভাবনাখানা
বুঝবে যত সময় যায়।
মন্দ বীজে মন্দ ফসল
মানতে তুমি পারনা,
কালের স্রোতে বদলে যাবে
তোমার মনের ধারণা।
থাকলে মনে মন্দ চিন্তা
মন্দ মতির স্থায়ী বাস,
পরের ক্ষতি করতে যাবে
লাগবে তোমার গলায় ফাঁস।
শুরুতে সে ফাঁসের ব্যথার
অনুভূতি পায় না গল,
ধীরে ধীরে কালের স্রোতে
দুঃখ বাড়ে হরেক পল।
ভেবেছিলে ভুল টিকিটে
পৌঁছাবে সুখ স্টেশনে?
যাত্রা শেষে দুখের দাগটি
লাগে জীবন বসনে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…