আকাশ পথে চলছে যেন মেঘের গাড়ি সকল,
ট্রাফিক জ্যামের চিন্তা বিনা রহে সদাই সচল।
টোল প্লাজাতে ট্যাক্স লাগে না দারুন মজায় রয়,
দেশের সীমানা বাধা নয়, তাদের নেইকো ভয়?
সারা পৃথিবী ঘুরে বেড়ায় এমনি করেই তারা,
পরিচয়ের কাগজ ছাড়া ঘোরে বসুন্ধরা সারা।
এমনতরো অবাধ হতে পারতাম প্রভু যদি,
মনের সকল বেড়ি খুলে হতাম দুর্বার নদী।
খর স্রোতে ভাসিয়ে দিতাম দুর্নীতির ঐ গরল,
তখন সেথা উঠত গড়ে সমাজ এক বিরল।
সাম্প্রদায়িকতার আগাছা ভাসিয়ে দিতাম বানে,
সম্প্রীতি আর প্রেমের ধারা বইতো পরে সেখানে।
অনৈতিকতার বেড়াজাল পেতে রাখে যদি কেউ,
ফালাফালা করে ছিঁড়ে দেবে আমার প্রবল ঢেউ।
নীচতা শঠতা নৌকাগুলো ভাসতে ভাসতে এলে,
ঘূর্ণি স্রোতে ডুবিয়ে দেবই আমার বুকের জলে।
সমাজের যত পাপ আছে ধুয়ে মুছে দেব আজ,
তারপরেতে সমাপ্ত হবে আমার সকল কাজ।
কাজের শেষে তোমার টানে যাবই তোমার বুকে,
প্রভু তুমি আমার সাগর থাকব যেথায় সুখে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…