ভালোবাসা অর্জন করায়
লক্ষ টাকার কামাই হারে,
ক্রেতা গ্রাহক ভালোবাসলে
তরতরিয়ে ব্যবসা বাড়ে।
ভালবাসা অর্জন করায়
সবার হৃদয় জুড়ে রবে,
প্রিয়জন তো বাসবে ভালো
সংসার তখন সুখের হবে।
বুকে যখন ভালোবাসা
সন্দেহ যায় নির্বাসনে,
আত্মবিশ্বাস জ্যোতি ছড়ায়
রবির লজ্জা প্রতি ক্ষণে।
ভালোবাসার অগ্নিশিখা
জ্বালিয়ে দেয় ঘৃণা বিদ্বেষ,
পুণ্য মন্দির হয়ে ওঠে
তোমার প্রিয় হৃদয় স্বদেশ।
পুণ্য যখন হৃদয় ভূমি
তীর্থ করতে আস্থা আসে,
থাকে সাহস হাতটি ধরে,
সফলতা ভাগ্যাকাশে।
ভালোবাসায় পাথর হৃদয়
গলে গিয়ে হয় যে তরল,
কৃষ্ণ খেল কলার খোসা
বিদুর পত্নীর ভক্তি বিহ্বল।
ভালোবাসা ভালোবাসা
আবার এসো সবার বক্ষে,
চিত্তশুদ্ধি করে সেথা
সুন্দর ধরা করো রক্ষে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…