পাশাপাশি দুটো পাত্রে, ফুটন্ত রস আগুন জ্বালে;
ঠান্ডা হলে ঢালা হবে, বনের সকল বৃক্ষমূলে।
হিংসা ঘৃণা আর দ্বেষ, প্রথম পাত্রে ফুটছে জোরে;
প্রেম প্রীতি ভালোবাসা, দ্বিতীয়টিতে ফুটছে ধীরে।
অভিন্ন জ্বালানি জ্বলে, তবে কেন এমন প্রভেদ?
কমবেশি স্ফুটনাঙ্ক, ফোটায় নির্যাস জোরে ধীরে?
বনে যত বৃক্ষ আছে, তার অর্ধেক চিহ্নিত করে,
প্রথম পাত্রের রস, ঢেলে দিলাম তাদের মূলে।
অবশিষ্ট বৃক্ষমূলে, দ্বিতীয় পাত্রের ঢালি রস ।
বনের কেমন হাল, গিয়ে দেখি সপ্তম দিবস।
বিস্মিত হলাম দেখে, গাছগুলোর হাল এমন
অচিহ্নিত বৃক্ষ হাসে, অবশিষ্ট মৃতপ্রায় যেন।
অপেক্ষাতে বসে রই, প্রেমে মানুষ কবে হাসবে
প্রেমরসে সিক্ত তারা ধন্য করবে ভুবন কবে?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…