প্রজাপতি কুসুমের রূপে মুগ্ধ,
ভুলে যায় মধু খেতে,
তখন কি দেবতা নিচে আসে,
অপলক দৃষ্টিতে মুগ্ধতা থাকে তার?
সবুজের বনরাজি মাঝে
ঝিরি ঝিরি বৃষ্টি দেখে মুগ্ধ হয় শিখী
আপন খেয়ালে নাচে
তখন কি দেবতা নিচে আসে নিশ্চিত মুগ্ধতা নিতে?
পলাশের রাঙা বন হাতছানি দিলে
আদিবাসী কিশোরীর পায়ে লাগে পলাশের রেণু,
কুড়িয়ে পলাশ রাখে যবে আপন খোঁপায়;
দেবতা উৎকর্ণ, অনুসরণ করে কি নুপুরের ধ্বনি তার?
অথর্ব পিতার দোলনার নিকটে সন্তান হাঁটে,
তীর্থদর্শনে বা পাহাড়ি মন্দিরে যাবে বলে।
দেবতা তখন কি নিচে নেমে সন্তানের হাত ধরে, কষ্ট হ্রাস করে?
স্বার্থহীন সেচ্ছাসেবী সংস্থা অসহায় শিশুদের মুখে যখন খাবার তুলে দেয়,
হাতে তুলে দেয় পোশাক,
দেবতা তখন কি নিচে নেমে আশীর্বাদ করে ?
দেবতার অবতরণের সেই ছবি গুলো কেন
মনের দরজা খুলে বেরিয়ে হারিয়ে যায় অনায়াসে?
মনের তীক্ষতা হ্রাস দায়ী? তাই উপলব্ধি
করতে পারি না দেবতার উপস্থিতি
সকলের মাঝে, প্রকৃতির মাঝে?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…