চকিতে মানে
অল্প সময়
পলক পড়ায়।
ভাবনা নতুন
মনে আসায়
চকিতে ঝলকানি,
স্বপ্ন পায়রার ঝটপটানি
বুকের মাঝে আশার আলো,
সেই আলোতে আলোকিত
জীবন একটি ঝলমলানো চাঁদনি রাত।
একটি সঠিক ভাবনা তখন কাছে যদি আসে
সেই ভাবনাটার পিঠে চড়ে
জীবনটা বদলাবে অনায়াসে।
সঠিক ভাবনা
কঠিন চেনা
বিশাল আকাশ থেকে যেন
একটা চিল ধরে আনা।
এমন হয় বেশি হয়
সঠিক ভাবনা কোনখানা,
চিনতে চিনতে
ধরতে ধরতে
কাটতে পারে সারা জীবনখানা।
তাই মনের জানালা খোলা রেখো;
নতুন ভাবনার চকিত আলো আসতে পারে,
সজাগ থেকো,
নতুন প্রাণের চকিত হাওয়া আসতে পারে,
সজাগ থেকো।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…