হাটেতে আজ কে যাবে গো
হলদি নদীর পাশে,
হিয়া বেচা কেনা চলে
সেথা ফাগুন মাসে।
বুড়ো হিয়া যুবক হিয়া
কপট হিয়া শত,
ভিড়ে ভিড়ে ঠেলাঠেলি
ক্রেতা কত কত।
ভদ্র হিয়ার কদর বেশি
ভিড় লেগেছে এখন,
কপট হিয়ার দোকানি তো
মশা তাড়ায় তখন।
আমি খুঁজে খুঁজে মরি
টাটকা হিয়া কোথা,
কোন দোকানে পাবো সেটি
আছে কি আজ সেথা?
সারাদিনে চষে বেড়াই
হাটের অলি গলি,
ক্লান্ত হতাশ আমি যখন
শুকনো বড় নলি I
খালি দোকান মিষ্টি ছেলে
বলে আমায় শোন,
টাটকা হিয়ার দোকান তুমি
পাবে নাকো কোন।
তোমার বুকে আছে হিয়া
যদিও তা বুড়ো,
মনের মাঝে শিশু এনে
টাটকা করো খুড়ো।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…