ছড়া

মাছি মারতে

মাসি ব্যস্ত মাছি মারতে

ঝাড়ু হাতে নিয়ে ,

সঙ্গে আছে ভাগ্নে রমন

চপ্পল হাতে নিয়ে I

দুইটি মাছি বড্ড জ্বালায়

এদিক সেদিক ভাগে ,

বারে বারে ঝাড়ু পেটায়

মাসি বড়ই রেগে I

অবশেষে মাসির ঝাঁটায়

একটি হোল কাবু,

কাবু হয়েও উড়ে বেড়ায়

কাবু মাছি বাবু I

তারপরেতে চপ্পল মারা

কাবু মাছি মরে ,

ভাগ্নে রমন বেজায় খুশি

নেচে নিলো ঘরে I

তাহা দেখি আরেক মাছি

হলো পগার পার ,

জয়ের হাসি ভাগ্নের মুখে

মাসির অহঙ্কার I

pradhan32

Share
Published by
pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago